২০২৭ পর্যন্ত ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি

0
106

ডিআরএস নিয়ে হুলস্থূল কাণ্ডই ঘটে গেল সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। প্লে-অফের আগ পর্যন্ত প্রায় পুরো বিপিএলে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তা নিয়েই যত হুলস্থূল। উল্টো এডিআরএস নিয়ে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিপিএলে। এ নিয়ে বেশ প্রশ্নের মুখে পড়তে হয় বিসিবিকে।

এই সমস্যার একটা স্থায়ী সমাধান করার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। দুদিন বাদেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এর আগেও আলোচনা হয়েছিল এ নিয়ে। এই সিরিজে তো বটেই, আগামী ২০২৭ সাল অবধি ডিআরএসের জন্য চুক্তি করেছে বিসিবি।

সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজামউদ্দিন জানান, ‘ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। আমরা চেষ্টা করেছিলাম ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম। এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি।’

২০২৭ সাল পর্যন্ত ডিআরএসের সঙ্গে চুক্তি নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা লং টার্মে (দীর্ঘমেয়াদে) যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে, তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট হবে, সেখানে এখন থেকে সবসময় ডিআরএস থাকবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.