মাত্র ১২ রানে অলআউট, তবু আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড নয়

0
37
২১৮ রান তাড়া করতে নেমে ১২ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়াফেসবুক/মঙ্গোলিয়া ক্রিকেট
১১ ব্যাটসম্যান মিলে ১২ রান!
 
হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। জাপানের বিপক্ষে মাত্র ১২ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। এটুকু পড়ে যাঁরা অবাক হচ্ছেন, তাঁদের জন্য আরেকটি তথ্য হচ্ছে—এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর নয়। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে টি-টোয়েন্টিতে। জাপানের কাছে মঙ্গোলিয়ার ১২ রানে গুটিয়ে যাওয়াটা আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সর্বনিম্ন।
 
সবচেয়ে কম ১০ রানে অলআউট হওয়ার রেকর্ডটা আইল অব ম্যানের। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল।
 
আজ জাপানের বিপক্ষে মঙ্গোলিয়ার ব্যাটিং টিকেছে ৮.২ ওভার। এটি ছিল জাপান-মঙ্গোলিয়া ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকেরা। সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান।

জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে খেলছে জাপান–মঙ্গোলিয়াফেসবুক/মঙ্গোলিয়া ক্রিকেট
রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় মঙ্গোলিয়া। তবে দলটি যে ১২ রানে অলআউট হয়ে যাবে, সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি। ৫ উইকেটে ১০ রান তুলে ফেলার পর বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ জনই আউট হন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।
 
সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। ১২ করতে খেলেছে ৫০ বল। সবচেয়ে কম বলে অলআউটের রেকর্ডটা রুয়ান্ডার, মাত্র ৩৭ বল (২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে)।
 
গত বছর এশিয়ান গেমসের ম্যাচ দিয়ে মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। প্রথম ম্যাচে নেপাল ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই কোনো দলের সর্বোচ্চ। নেপালের দীপেন্দ্র সিংয়ের ৯ বলে ফিফটিও স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম।
 
এবার মঙ্গোলিয়ার নামের সঙ্গে জুড়ল আরেকটি অস্বস্তিকর সংখ্যা—১২ রানে অলআউট!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.