মেসিই মায়ামির অধিনায়ক

0
107
প্রথম ম্যাচেই অধিনায়কত্ব করেছিলেন মেসি

অভিষেক ম্যাচে নেমেছিলেন ৫৪ মিনিটে। তবে এবার হয়তো প্রথম থেকেই লিওনেল মেসিকে মাঠে দেখতে পাবেন ইন্টার মায়ামির সমর্থকেরা। অভিষেক ম্যাচে মাঠে নেমেই অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছেন, পরের ম্যাচগুলোয়ও যে মেসির হাতে আর্মব্যান্ড থাকবে, সেটা আন্দাজ করা কঠিন কিছু ছিল না।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোরে আটলান্টার বিপক্ষে ম্যাচের আগে কোচ জেরার্দো টাটা মার্তিনো সেটাই নিশ্চিত করেন।

মেসি মায়ামির অধিনায়ক থাকছেন কি না, এই প্রশ্নে মায়ামি কোচ বলেছেন, ‘হ্যাঁ, মেসি সবশেষ ম্যাচেও আমাদের অধিনায়ক ছিল। সম্ভবত মেসি ও সের্হিও বুসকেতস আরও বেশি সময় খেলবে, শুরু থেকেও খেলতে পারে। তবে সবকিছুর তাদের ওপর নির্ভর করে। এটা মাত্র তাদের দ্বিতীয় ম্যাচ।’

মেসির গোলে জয় পায় মায়ামি
মেসির গোলে জয় পায় মায়ামি

মেজর লিগ ফুটবলে নিজের অভিষেক ম্যাচে সব আয়োজনের যোগ্য উপহার দিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। ৯৪ মিনিটে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে তাঁর করা গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে জয়ের পর মার্তিনো বলেছিলেন, ‘এটা সিনেমা, যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন, এটা তার জন্য সাধারণ ঘটনা। গোলটা দেখতে খুব স্বাভাবিক মনে হলো, কিন্তু তা নয়। আমরা একজন সর্বকালের সেরাকে নিয়ে কথা বলছি।’

গতকালের সংবাদ সম্মেলনেও মেসির সেই গোল নিয়ে একই সুরে কথা বলেছেন মার্তিনো, ‘মেসির মতো ফুটবলারের জন্য এটা সাধারণ ঘটনা। আমরা সাধারণ নয়, এমন অনেক কিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি।’

আটলান্টার বিপক্ষে অভিষেক হতে পারে মেসি–বুসকেতসের সাবেক সতীর্থ জর্দি আলবার। গত সপ্তাহে মায়ামিতে পৌঁছানো এই ফুটবলার খেলতে পারেন অল্প সময়। মায়ামি ৩৪ বছর বয়সী আলবাকে চুক্তিবদ্ধ করার খবর দিয়েছে গত বৃহস্পতিবার। ৩৯ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তাও মায়ামিতে যোগ দিতে পারেন বলে দলবদলের বাজারে আলোচনা আছে। আলোচনায় আছেন বার্সার সাবেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.