ব্লেজার পরলে যদি রোমাঞ্চটা আসে লিটনের

0
133
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস

এত দিন লিটন দাসকে তাঁর নাম ধরেই সম্বোধন করা হতো। আজ সেই তাঁকেই অনেকবারই ডাকা হলো ‘ক্যাপ্টেন’ বলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে যে তিনি এসেছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক হিসেবে!

লিটনের জন্য এটা নতুন অভিজ্ঞতাই। সাকিব আল হাসান চোটে থাকায় ১৪ জুন শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব তাঁর কাঁধে। অধিনায়কত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখিও হলেন আজই প্রথম।

অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়া জেনেই শুরু সংবাদ সম্মেলনের। নতুন দায়িত্ব কেমন লাগছে, টেস্টের অধিনায়ক বলে রোমাঞ্চিত কি না, ইত্যাদি। জবাবে লিটন যদিও শুরুতে বলেছেন, এটা নিয়ে তাঁর ‘বিশেষ’ কোনো অনুভূতি হচ্ছে না, পরে অবশ্য যোগ করেছেন, ‘একটা ভালোলাগা কাজ করবে এটাই স্বাভাবিক। কারণ, টেস্ট খেলোয়াড় হওয়াটাই বড় বিষয়, দেশের অধিনায়ক হওয়া তো আরও বড় ব্যাপার।’

অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়া জেনেই শুরু লিটনের সংবাদ সম্মেলনের
অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়া জেনেই শুরু লিটনের সংবাদ সম্মেলনের

আপাতত বিশেষ কোনো অনুভূতি না হলেও সেটা হয়তো জমা আছে টেস্টের প্রথম দিন সকালের জন্য, যখন আফগানিস্তান অধিনায়কের সঙ্গে অধিনায়কের ব্লেজার গায়ে টস করতে নামবেন লিটন। তিনি নিজেও বললেন, ‘দেখা যাক, টস করতে গেলে যদি ওই অনুভূতিটা আসে…।’

২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট অভিষেক লিটনের। সেই থেকে এই পর্যন্ত যাত্রাটা কেমন ছিল, জানতে চাইলে দুদণ্ড ভেবে নিয়ে অধিনায়ক বললেন, ‘সফরটা খুব সহজ ছিল না। উত্থান–পতন ছিল অনেক। ব্যর্থতা তো থাকবেই, ব্যর্থতা থেকেই শেখা যায়। টেস্ট অধিনায়কত্ব করা গর্বের ব্যাপার। তবে আমার ব্যক্তিগত লক্ষ্য অনেক বড়।’

রশিদ না থাকলেও ম্যাচ জেতানোর বোলার আছে

টেস্ট দলের নেতৃত্বের অংশ লিটন আগে থেকেই। সাকিবকে অধিনায়ক করা হয় লিটনকে সহ–অধিনায়ক রেখেই। সাকিবের অনুপস্থিতিতে তিনি টেস্ট দলকে নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শোনা গিয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে তিনি অধিনায়কত্ব করবেন কি করবেন না, তা নিয়ে নাকি দোটানায় ছিলেন। লিটন অবশ্য আজ বলেছেন, ‘সহ–অধিনায়ক হিসেবে সাকিব ভাই মাঠে না থাকলে অনেক সময় আমাকে আগেও ২-৩ ওভার অধিনায়কত্ব করতে হয়েছে। ও রকম কিছু নয়।’

টেস্ট দলের নেতৃত্বের অংশ লিটন আগে থেকেই
টেস্ট দলের নেতৃত্বের অংশ লিটন আগে থেকেই

সাকিবের অনুপস্থিতিতে লিটনের কাঁধে শুধু অধিনায়কত্বই আসেনি, অধিনায়ক লিটনের জন্য দলে সাকিবের মতো একজন ক্রিকেটারের অনুপস্থিতি কিছুটা হতাশারও হওয়ার কথা। তবে লিটনের কথায় মনে হলো না সাকিবকে না পাওয়া নিয়ে তিনি কোনো চিন্তায় আছেন, ‘সাকিব ভাই থাকলে আপনি ব্যাটিং-বোলিং দুই দিকেই সার্ভিস পাবেন। তবে উনি না থাকলে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেই বেশি অসুবিধা হয়, টেস্টে নয়। টেস্টে আমাদের যথেষ্ট বোলার আছে।’

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

বোলারদের মধ্যে প্রতিযোগিতা বরং লিটনকে আক্রমণাত্মক চিন্তা করতেই সাহায্য করছে। তিনি টেস্টের দল সাজাতে চান ৫ বোলার নিয়ে, ‘বিষয়টা নির্ভর করছে উইকেটের ওপর। উইকেট ভালো থাকলে আমি ৫ বোলারের পক্ষে।’ আর সেই বোলিং আক্রমণে পেসারের সংখ্যাটাই যে বেশি হতে পারে, সে আভাসও দিয়েছেন তিনি, ‘অবশ্যই দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভাবনা বেশি।’

সেটা মিরপুরের উইকেটের সবুজাভ চেহারার কারণেই। তবে ঘরের মাঠে এ রকম উইকেট যে বাংলাদেশের জন্যও একটা চ্যালেঞ্জ, সেটা ভুলছেন না অধিনায়ক। সে জন্যই ‘আমরা আফগানিস্তানের মতো দলের বিপক্ষে এমন সবুজ উইকেটেই খেলতে চাই। কারণ, আমাদের হাতে পেসার আছে’, কথাটা বলার আগে লিটন বলে নিয়েছেন, ‘মিরপুরে সাধারণত ঘূর্ণি উইকেটই হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে আমরা ঘাসের উইকেটে কীভাবে ভালো খেলব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.