বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসি ফিরলেও নেই ডি মারিয়া

0
104

গত মাসে আর্জেন্টিনার দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচের শেষটা খেলা হয়নি লিওনেল মেসির। ইন্টার মায়ামির হয়েও দুই সপ্তাহ খেলেননি। পায়ের ইনজুরিতে ভুগছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার মাঠে ফেরার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবু তাকে নিয়েই পরের দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

মেসিকে দলে রাখলেও স্কালোনির স্কোয়াডে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়ার। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকা-ইন্টার মিলান ম্যাচের চোটে ছিটকে পড়েন আর্জেন্টিনার এই উইঙ্গার। তবে সুস্থ হয়ে ফিরেছেন এএস রোমার ফরোয়ার্ড পাওলো দিবালা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মলিনা, হেরমান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাওলো ডিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, লুকাস ওকাম্পোস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.