নৌকার জন্য ভোট চাইলেন প্রতিমন্ত্রী রাসেল

0
79
কর্মিসভা বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন, আমরা তাঁর জন্য কাজ করব। গাজীপুর সিটিতে জনপ্রতিনিধি হিসেবে ১৮ বছর আজমত উল্লা খান এমনভাবে নেতৃত্ব দিয়েছেন, কেউ তাঁর নেতৃত্বে একটি ভুলও ধরতে পারেনি। গাজীপুর সিটি করপোরেশন হওয়ার সময় আমরা যাঁরা দু-চারজন কাজ করেছি, তাঁদের অগ্রদূত ছিলেন তিনি।’

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাউলতিয়া থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার বাইরে কাউলতিয়ার বিকে বাড়ি এলাকার বাশরী রিসোর্টে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে আমরা দেখেছি সিটি করপোরেশনে যখন বার্ষিক সভা হতো, তখন সভায় সিদ্ধান্তের ব্যাপারে কাউন্সিলররা অবগত থাকতেন না। প্রধানমন্ত্রী আমাদের ভালোবেসে এই সিটির উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমরা তা সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে পারিনি। আমাদের কষ্ট লাঘবের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাই ২৫ মে অনুষ্ঠেয় নির্বাচনে আজমত উল্লা খানের জন্য নৌকা মার্কায় ভোট চাই।’

নৌকার প্রার্থী আজমত উল্লা খান বলেন, ‘গাজীপুর সিটিকে একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। মেয়র হয়ে সন্ত্রাসমুক্ত সিটি গড়তে চাই।’

সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কাজল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.