নাপোলিকে ৩৩ বছর পর লিগ জিতিয়ে চলে যাচ্ছেন স্পালেত্তি

0
124
নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি, ছবি: রয়টার্স

সম্পর্কগুলো বোধ হয় এমনই, যেখানে আবেগের চেয়ে স্বার্থই বেশি!

৩৩ বছরের আক্ষেপ ঘোচাতে ৩১ কোচ বদলাতে হয়েছে নাপোলিকে। এ সময়ে ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির হাতে দায়িত্ব সঁপে দিয়েছিল ক্লাবটি। কিন্তু কেউই চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি।

অবশেষে লুসিয়ানো স্পালেত্তির হাত ধরে ইতালিয়ান সিরি ‘আ’–তে চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। সেই স্পালেত্তিই কিনা মৌসুম শেষে নেপলস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন! কারণ, ক্লাব সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন।

অথচ ৪ মে লিগ জয়ের পর দি লরেন্তিস বলেছিলেন, ‘স্পালেত্তি আমাদের সঙ্গেই থাকছেন। আমাদের প্রকল্প এখানেই থামছে না। এরপর চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’

দলবদলবিষয়ক ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমেরকাতোও গত সপ্তাহে তাদের প্রতিবেদনে লিখেছিল, প্রায় ২৫ শতাংশ বেতন বাড়িয়ে স্পালেত্তিকে ২০২৫ সালের জুন পর্যন্ত রেখে দিচ্ছে নাপোলি। ক্লাবের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া চিয়াভেল্লিকে নিয়ে স্পালেত্তির সঙ্গে ডিনারে বসেছিলেন লরেন্তিস। ডিনার শেষে স্পালেত্তির চুক্তি নবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে কাল রাতে ইন্টার মিলানকে ৩–১ গোলে হারিয়ে সমর্থকদের আনন্দে ভাসানোর পর মর্মাহতও করেছেন স্পালেত্তি। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘এ ব্যাপারে (নাপোলি ছেড়ে যাওয়া) সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি প্রতিদিন মানসিকতায় বদল আনতে পারেন না। এটা এমন এক পরিস্থিতি, যার ফন্দি অনেক দিন হলো আঁটা হচ্ছে।’

নিজের সবটুকু নিংড়ে দিলেও ক্লাব সভাপতি লরেন্তিসের মন জিততে পারেননি, স্পালেত্তির কথায় সে ইঙ্গিত পাওয়া গেছে, ‘সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কিছু বিষয় মনের ভেতর পরিপক্ব হয়েছে। কারণ, সব সময় এটা নিয়েই পড়ে থাকতে হয়েছে। মানুষের (নাপোলির সমর্থকদের) যা প্রাপ্য, সেটা দিতে সবকিছু করতে হয়েছে। এরপরও যদি (সভাপতিকে) সন্তুষ্ট করতে না পারি, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখাই ঠিক হবে। আমি এটা নিয়ে ভেবেছি, উপসংহারে পৌঁছেছি এবং এই সিদ্ধান্তেই অবিচল আছি। এটা হঠাৎ আকাশ থেকে উড়ে এসে পড়েনি।’

সিরি ‘আ’–তে এখনো ২ ম্যাচ বাকি নাপোলির। লিগ মৌসুম শেষে কিছুদিন ছুটি কাটিয়ে প্রাক্‌–মৌসুম প্রস্তুতি শুরু করবেন খেলোয়াড়েরা। প্রস্তুতি ক্যাম্পের ভেন্যু হিসেবে ইতালির উত্তরাঞ্চলীয় শহর ত্রেন্তিনোকে বেছে নিতে চাইছে ডিয়েগো ম্যারাডোনার ক্লাবটি। এ ব্যাপারে আলোচনা করতে কাল ত্রেন্তিনোয় গিয়েছেন লরেন্তিস। সেখানে সাংবাদিকেরা স্পালেত্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে এড়িয়ে যান লরেন্তিস। বলেন, ‘আজ (কাল) আমরা শুধু ত্রেন্তিনো নিয়ে আলোচনা করব, ফুটবল নিয়ে নয়।’

স্পালেত্তির ভবিষ্যৎ নিয়ে লরেন্তিস মুখে কুলুপ এঁটে থাকলেও তলে তলে নাকি নতুন কোচ খুঁজতে শুরু করেছে নাপোলি। গোল ডট কম জানিয়েছে, স্পালেত্তির জায়গায় বেনিতেজকে আনতে পারে নেপলসের ক্লাবটি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নাপোলির ডাগআউটে দাঁড়িয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ বেনিতেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.