গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

0
52
গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে সোমবার রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে যানজটে অনাবিল পরিবহনের একটি বাস যানজটে থেমে ছিল। তখন বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির যাত্রীরা দৌড়ে নেমে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে বাসের কিছু অংশ পড়ে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, একদল দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রোববার বিএনপির হরতাল চলাকালে টঙ্গীতে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির তিনটি আসন পুড়ে যায়। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.