৩০ শিশুকে হেনস্তা ও খুনের অভিযোগ তার বিরুদ্ধে

0
125
রবীন্দ্র কুমার (৩১

সাত বছরে ৩০ শিশুকে যৌন হেনস্তা ও খুনের অভিযোগ উঠেছে ভারতের এক যুবকের বিরুদ্ধে। দিল্লির বাসিন্দা ও যুবকের নাম রবীন্দ্র কুমার (৩১)। সম্প্রতি ছয় বছরের এক শিশুকে যৌন হেনস্তা ও খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০১৫ সালে ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে সাত বছরে ওই যুবক অন্তত ৩০ শিশুকে যৌন হেনস্তার পর খুন করেছে। সে উত্তরপ্রদেশের কাসগঞ্জের বাসিন্দা ছিল। ২০০৮ সাল নাগাদ সে দিল্লিতে আসে কাজের খোঁজে। গরিব পরিবার। বাবা কলের মিস্ত্রির কাজ করতেন। মা বাড়ির কাজ করেন। দিল্লিতে রবীন্দ্র শ্রমিকের কাজ করত। থাকত একটা ঝুপড়িতে। ১৮ বছর বয়সে সে প্রথম অপরাধমূলক কাজে জড়ায়।

তদন্তকারীদের রবীন্দ্র জানিয়েছে, ১৮ বছর বয়সে প্রথম নীল ছবি দেখে সে। একটি ভিডিও ক্যাসেট পেয়েছিল এক জনের কাছে। সেই থেকে অশ্লীল ছবির প্রতি তার আসক্তি তৈরি হয়। নিয়ম করে রোজই ওই ধরনের ছবি দেখত। সঙ্গে চলত মদ্যপান এবং ধূমপান। পথশিশুদের নানা প্রলোভন দেখিয়ে কাছে ডাকত। ২০১৪ সালে একটি শিশুকে অপহরণ, যৌন হেনস্তা এবং খুনের চেষ্টার ঘটনায় রবীন্দ্রকে সন্দেহ হয় পুলিশের। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

এখন পর্যন্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে রবীন্দ্র। ভুক্তভোগীরা তার কঠোর শাস্তি চান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.