হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে মুখর আওয়ামী লীগের সমাবেশ

0
48
হাজারো নেতা-কর্মীর উপস্থিতি, স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠেছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

হাজারো নেতা-কর্মীর উপস্থিতি, স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠেছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। বেলা একটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশস্থল মানুষের উপস্থিতিতে ভরে যায়।

দেখা যায়, নেতা-কর্মীদের মাথায় হলুদ, লাল, নীলসহ নানা রঙের টুপি। তাঁদের হাতে হাতে জাতীয় পতাকা, আওয়ামী লীগ, যুবলীগের পতাকা। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে এলাকা। ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’সহ নানা স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠেছে সমাবেশ।

বেলা ১১টার দিকেই সমাবেশস্থলে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হকসহ অনেকেই। বেলা সাড়ে ১১টার দিকে ‘জয় বাংলা জয় বাংলা বইলা রে মাঝি বাদাম দাও তুলিয়া’ গান দিয়ে এ আয়োজন শুরু হয়।

আওয়ামী লীগের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

আজ বেলা দুইটার দিকে আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হওয়ার কথা। একই সময়ে নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি।

সকালের দিকে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তানের জিপিও মোড় থেকে বায়তুল মোকাররমের দিকের রাস্তা বন্ধ রাখা হয়েছে। পুলিশের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। নেতা-কর্মী-সমর্থকেরা রাস্তার ওপর বসে গেছেন। তাঁদের হাতে ছোট ছোট পোস্টারও দেখা যায়। মাইকে সুর-সংগীত বাজছে, কখনো কখনো বক্তব্যও দিচ্ছেন আয়োজকেরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.