সারাদেশে ঈদের প্রধান জামাত কোথায় কখন

0
114
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটক

ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের দিন প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অতিবৃষ্টি হলেও মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে জামাত আদায় করতে পারেন, সে ব্যবস্থা আমরা করেছি।’

রাজধানীর বাইরে ঈদ জামাত

চট্টগ্রাম নগরে প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায়।

রংপুরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায়। বৃষ্টি হলে প্রধান জামাত হবে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। এখানে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। পুলিশ লাইন্স মাঠেও ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

খুলনায় প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত হবে। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় নগরের বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ ছাড়া নগরের কয়েকটি বড় মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট নগরীর প্রধান ঈদের জামাত সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে হবে। দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে।

ময়মনসিংহে প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.