সামরিক শাসনের আশঙ্কা করছেন বিলাওয়াল ভুট্টো

0
119
বিলাওয়াল ভুট্টো।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলার শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা না হলে দেশে জরুরি অবস্থা বা সামরিক শাসন জারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সংবাদ: উইওন

করাচি পুলিশ অফিসে সন্ত্রাসী হামলায় নিহত কনস্টেবল গুলাম আব্বাস লেঘারির বাসভবন পরিদর্শনের সময় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান এ আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, সেনাবাহিনী, রেঞ্জার্স, পুলিশ এবং এলইএ দেশে সন্ত্রাসবাদ নির্মূল করেছে। ওই সব বাহিনীর সদস্যদের আত্মত্যাগের বিনিময়ে দেশে আজ শান্তি বিরাজ করছে। কিন্তু ‘মূর্খ’ ইমরান খান দেশে সন্ত্রাসবাদের প্রচার করেছেন। তিনি আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের এ দেশে আনছেন।

এছাড়াও পিটিআইয়ের নীতিমালাও দেশে সন্ত্রাসীদের নেটওয়ার্ককে শক্তিশালী করতে কাজ করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.