সামরিক ট্রেনে মস্কোর পথে কিম

0
89
২০১৯ সালে রাশিয়ার ভ্লাদিভোসটকে যান কিম জং উন। ছবি-আলজাজিরা

রাশিয়ার উদ্দেশে একটি সামরিক ট্রেনে উত্তর কোরিয়া ছেড়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে নিশ্চত করেছে ক্রেমলিন। এ সময় দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালে কিমের রাশিয়া সফর

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃত করে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, কিমের রাশিয়া সফরের সময় পুতিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে। দুই দেশের প্রতিনিধি দল এ সময় আলোচনা করবে বলে যোগ করেন তিনি। কিম-পুতিনের বৈঠকটি মঙ্গলবার হতে পারে। এটি উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম আন্তর্জাতিক বিদেশ সফর। করোনা মহামারির কারণে এতদিন তিনি দেশের বাইরে যাননি।

চার বছর আগে রাশিয়া সফরে দুই দেশের রাষ্ট্রপ্রধান

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে তাঁর বাহিনী উল্লেখজনক কিছু সাফল্য পেয়েছে। তাঁর আশা, দেশের দক্ষিণ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার ক্ষেত্রে তাঁর বাহিনী ভবিষ্যতে আরও সাফল্য পাবে। রোববার এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন। তবে বেলগোরোদ অঞ্চলে সীমান্তের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর- আলজাজিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.