রেকর্ড ৩৫ দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট

0
95
ফাইল ছবি/ এএফপি।

২০২২ সালে রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন, বিক্ষোভ, পরীক্ষা ও দ্বন্দ্বের মতো প্রেক্ষাপটে রেকর্ড সংখ্যক দেশে  ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৫টি দেশে গত বছর ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বাধিক। খবর- আল-জাজিরা।

বিশ্বের অন্তত ৭০টি সংস্থা নিয়ে গড়ে ওঠা ডিজিটাল রাইটস গ্রুপ অ্যাক্সেস নাও পরিচালিত #কিপইটঅন ক্যাম্পেইন-এর তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে গত বছর ১৮৭ বার ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটে।

সবচেয়ে বেশিবার ব্ল্যাকআউট হয়েছে ভারতে। দেশটিতে ২০২২ সালে কমপক্ষে ৮৪ বার এ ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচবার দেশটি ইন্টারনেট ব্ল্যাকআউটে শীর্ষে রয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী দেশটিতে ২২ বার ব্ল্যাকআউটের ঘটায়। এছাড়া ইরান দেশজুড়ে বিক্ষোভের সময় ১৮ বার এ ঘটনা ঘটে।

২০২০ সাল থেকে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে এবং ২০২১ সাল থেকে মিয়ানমারে দীর্ঘতম ব্ল্যাকআউট রেকর্ড করা হয়েছিল।

অ্যাক্সেস নাও-এর #কিপইটঅন ক্যাম্পেইন ম্যানেজার ফেলিসিয়া অ্যান্থনিও বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তাদের নিপীড়নের এজেন্ডা পূরণে ইন্টারনেটকে ব্যাহত করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.