রিয়ালের ৭ নম্বর জার্সি হাতে ভিনি বললেন, ‘রোনালদো আমার আদর্শ’

0
138
ভিনিসিয়ুসের হাতে ৭ নম্বর এবং রদ্রিগোর হাতে ১১ নম্বর জার্সি

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি ভিনিসিয়ুস জুনিয়ের প্রেম বেশ পুরোনো। একাধিকবার রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন ভিনিসিয়ুস। এমনকি ব্রাজিলিয়ান এই তারকা রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপন করেও এসেছিলেন আলোচনায়। তবে এখন আরও বড় স্বপ্ন পূরণ হওয়ার পথ ভিনির। আগামী মৌসুমে রোনালদো বিখ্যাত ৭ নম্বর জার্সিতেই দেখা যাবে ভিনিকে। ভিনির জাতীয় দল সতীর্থ রদ্রিগোকেও আগামী মৌসুমে দেখা যাবে নতুন জার্সিতে।

রিয়ালের আরেক বিখ্যাত ১১ নম্বর জার্সিতে দেখা যাবে ভিনিসিয়ুসকে। পূর্বঘোষণা অনুযায়ী এরই মধ্যে প্রাক্‌–মৌসুম প্রস্তুতির ম্যাচেও অবশ্য এই জার্সি পরে খেলেছেন তাঁরা। এবার নিজেদের নতুন জার্সি হাতে ছবি তুলেছেন তাঁরা। কথা বলেছেন জার্সির নম্বর নিয়ে নিজেদের আবেগের বিষয়েও। রোনালদোর ৭ নম্বর গায়ে জড়ানো নিজের উচ্ছ্বাস গোপন করেননি ভিনি, আর ১১ নম্বর জার্সি নিয়ে কথা বলতে গিয়ে রদ্রিগো স্মরণ করেছেন রিয়ালের কিংবদন্তি ফুটবলার পাকো হেন্তোকে।

আগের মৌসুমগুলোতে ২০ নম্বর জার্সি পরে খেলেছেন ভিনি। কিন্তু দারুণ নৈপুণ্য দেখিয়ে এবার তিনি আদায় করে নিয়েছেন ৭ নম্বর জার্সি। নতুন এই জার্সি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিনি বলেছেন, ‘এই জার্সি পরতে পেরে আমি কৃতজ্ঞ। এর আগে অনেক কিংবদন্তি খেলোয়াড় এটি পরেছে। এটা আমার কাছে বিশাল কিছু। এই সংখ্যা শৈশব থেকেই আমার খুব পছন্দের।’

অনেক কিংবদন্তি ৭ নম্বর জার্সি পরে খেললেও ভিনিসিয়ুসের এই জার্সি নিয়ে উৎসাহের অনেকটাজুড়েই মূলত রোনালদো। রিয়ালের হয়ে এই জার্সিতেই নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। ‘সিআর সেভেন’কে নিয়ে নিজের উচ্ছ্বাসটা ভিনিসিয়ুস ব্যাখ্যা করেন এভাবে, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদো দ্বারা অনুপ্রাণিত। কারণ, আমি তার সব খেলা দেখেছি। সে এই ক্লাবে একটি যুগকে চিহ্নিত করেছেন। সে আমার আদর্শ।’

পর্তুগিজ তারকা রোনালদো ভিনির পছন্দের খেলোয়াড় হলেও রিয়ালে একসঙ্গে খেলা হয়নি তাঁদের। ভিনি যে বছর রিয়ালে আসেন, সে বছরই ‘লস ব্লাঙ্কোস’ শিবির ছেড়ে যান রোনালদো। তবে এরপরও রোনালদোকে নিয়ে মুগ্ধতার শেষ নেই তাঁর। রোনালদোকে নিয়ে নানাভাবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভিনি। রোনালদোর ছবি দিয়েই তিনি সাজিয়েছিলেন তাঁর ঘরের ‘আইডলস ওয়াল’ বা ‘আদর্শের দেয়াল’।

এর আগে স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে সৌদি আরব গিয়ে সেখানে আল নাসর তারকা রোনালদোর সঙ্গে দেখা করেছেন ভিনিসিয়ুস। সে সময় রোনালদোর পাশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন ভিনি। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে গ্রেটেস্ট অব অলটাইমের ইমোজিও সঙ্গে জুড়ে দিয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

ভিনির সঙ্গে এ সময় কথা বলেছেন রদ্রিগোও। গত মৌসুমে ২১ নম্বর জার্সি পরে খেলা এই ব্রাজিলিয়ানকে এবার দেখা যাবে ১১ নম্বর জার্সিতে। এই জার্সিতেই খেলেছিলেন রিয়ালের ৬ বারের চ্যাম্পিয়নস লিগজয়ী কিংবদন্তি হেন্তো। তাঁকে স্মরণ করে রদ্রিগো বলেছেন, ‘এই জার্সি পরে খেলোয়াড়েরা অনেক কিছু করেছে। সে ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। তার সেই অর্জনের কাছাকাছি থাকতে পারাটা দারুণ সম্মানের বিষয়। এই জার্সি পরতে পেরে আমি আনন্দিত।’

রিয়ালের এরই মধ্যে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ভিনি-রদ্রিগো। সামনের দিনগুলোতেও শিরোপা ক্যাবিনেটেক আরও সমৃদ্ধ করতে চান তাঁরা। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাঁরা বলেছেন, ‘কাজের মধ্য দিয়ে যেকোনো কিছু করা সম্ভব। আমরা ব্রাজিল ছেড়েছি, আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এরপর আমরা মাদ্রিদে আসি। আমরা একসঙ্গে ইতিহাস লেখার কাজ চালিয়ে যাব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.