রাশিয়ায় নোভাতেকের গ্যাস টার্মিনালে আগুন

0
69
আগুন লাগার, ফাইল ছবি: এএফপি

রাশিয়ার উস্ত-লুগাতে বাল্টিক সমুদ্রবন্দর এলাকায় প্রাকৃতিক গ্যাসের একটি টার্মিনালে আগুন লেগেছে। আজ রোববার সকালে আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।

সেন্ট পিটার্সবার্গের ১১০ কিলোমিটার পশ্চিমে এস্তোনিয়া সীমান্তের কাছে টার্মিনালটির অবস্থান। রাশিয়ায় গ্যাস উত্তোলনকারী সবচেয়ে বড় স্বতন্ত্র প্রতিষ্ঠান নোভাতেক এটি পরিচালনা করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লেনিনগ্রাদ ওব্লাস্তের গভর্নর আলেকসান্দর দ্রোজদেনকো বলেন, উস্ত-লুগা বন্দরে নোভাতেকের টার্মিনালে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

টেলিগ্রাম পোস্টটিতে একটি ভিডিও যুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, ওই এলাকায় আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে।

আলেকসান্দর দ্রোজদেনকো বলেন, কিনজিসেপস্কি জেলায় (বন্দরটির অবস্থান সেখানে) উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা–সংক্রান্ত মন্ত্রণালয় ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস ও অন্যান্য সংবাদমাধ্যমে আগুন লাগার কারণ ঘোষণা করা হয়নি।

নোভাতেকের ওয়েবসাইটে দেখা গেছে, উস্ত–লুগার ওই টার্মিনালে প্রাকৃতিক গ্যাসকে ঘনীভূত করে ন্যাপথা, উড়োজাহাজের জ্বালানি ও জাহাজের জ্বালানিতে রূপান্তর করা হচ্ছে।

মস্কো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.