রদ্রিগোয় নীল ব্লুজরা, সেমিতে রিয়াল

0
117
রদ্রিগোর জোড়া গোলে চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় রিয়ালের।

কাজটা প্রথম ম্যাচেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তুলে নিয়েছিল ২-০ গোলের জয়।

দ্বিতীয় লেগে চেলসি ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে কতটা লড়াই করতে পারে দেখার ছিল সেটাই। মঙ্গলবার রাতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল লড়াই করলেও রদ্রিগো গোয়েসের জোড়া গোলে ২-০ গোলে হেরেছে।

দুই লেগ মিলে ব্লুজদের ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে গত আসরের শিরোপা জয়ী লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের প্রথমার্ধে কর্তৃত্ব করেও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। জাল অক্ষত রাখা কৃতিত্ব গোলরক্ষক থিবো কর্তোয়ার। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশা করা চেলসিকে ধাক্কা দেন তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো। ৫৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে তিনি গোলের সুযোগ তৈরি করেন। প্রথম পাসে গোল না হলেও ভিনিসিয়াসের ফাঁকায় দেওয়া পাসে গোল করেন তিনি।

এরপর ৮০ মিনিটে গোল করে দুই লেগে মিলিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন রদ্রিগো। তার ওই গোলের সবটা অবদান ফেদে ভালভার্দের। তিনি বল টেনে বক্সে ঢুকে ফাঁকায় দাঁড়ানো রদ্রিগোকে বাড়ান। ব্রাজিলিয়ান তরুণ কেবল জালে জড়িয়ে দেন বল।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে। প্রথম লেগে ম্যানসিটি ঘরের মাঠে ৩-০ গোলে জিতে আছে। বায়ার্নের মাঠে কেবল গোল না খাওয়ার চ্যালেঞ্জ পেপ গার্দিওয়ালার দলের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.