যুক্তরাষ্ট্রে ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নিচ্ছে জে পি মরগ্যান

0
107
ফার্স্ট রিপাবলিক ব্যাংক

যুক্তরাষ্ট্রের বেকায়দায় থাকা ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নিচ্ছে জে পি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানি। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটি জব্দ করা হয়েছে এবং জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে, সে বিষয়ে সমঝোতা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়ল। খবর: সিএনএন’র।

ফার্স্ট রিপাবলিকের সবকিছু নিচ্ছে না জে পি মরগ্যান। তারা ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটিজ ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানতের দায়িত্ব নিচ্ছে।

ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা।

তবে এ বছরের প্রথম ত্রৈমাসিকেও লাভজনক ছিল ফার্স্ট রিপাবলিক ব্যাংক। যদিও প্রথম ত্রৈমাসিকে মাত্র ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ব্যাংকটি, যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ কম।

মূল সমস্যাটা শুরু হয় আরও পরে। গ্রাহকদের অর্থ জামানত উত্তোলনের খবরে বিনিয়োগকারী ও যুক্তরাষ্ট্রের আর্থিক কর্তৃপক্ষ ক্রমে আস্থা হারাতে শুরু করে।

ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ৬৩ শতাংশ গ্রাহক ছিল ব্যবসা সংক্রান্ত এবং বাকিরা ব্যক্তি পর্যায়ের।

সম্প্রতি সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া হয়ে যায়। এর আগে যুক্তরাষ্ট্রে ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনা হাতগোনা।  ২০২১ কিংবা ২০২২ সালে তো নেই।

২০১৭ সালে এক বিলিয়ন সম্পত্তি থাকা ‘গ্যারান্টি ব্যাংক ইন মিলওয়াউকি’ দেউলিয়া হয়ে যায়।

২০০৮ সালের ‘ওয়াশিংটন মিউচুয়াল’ নামের ১০০ বিলিয়ন ডলারের ব্যাংক দেউলিয়া হয়ে যায়। ব্যাংকটির সম্পত্তি ছিল ৩০৭ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক বিপর্যয় এটিই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.