যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

0
117
যুক্তরাষ্ট্রের সময় রোববার প্রথম প্রহর পেরিয়ে রাত ১২টার পর এই বন্দুক হামলা হয়, ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা গুরুতর।

বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচ উরলি এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় রোববার প্রথম প্রহর পেরিয়ে রাত সাড়ে ১২টার পর থেকে শহরের ব্রুকলিন উপকণ্ঠে একটি ‘স্ট্রিট পার্টিতে’ বন্দুক হামলার খবর আসতে থাকে। সেখানে যাওয়ার পরে অনেককে হতাহত অবস্থায় দেখা যায়।

বাল্টিমোর পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁকেও গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কমিশনার রিচ উরলি জানান। তিনি বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারীকে চিহ্নিত করা ও হামলার কারণ বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উরলি। তিনি বলেন, ‘বড় এলাকাজুড়ে হামলা হয়েছে। আমাদের গোয়েন্দারা ঘটনাস্থলে যাচ্ছেন।’

হামলার পরই ঘটনাস্থলে যান বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট। ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়ে সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে দেওয়া যায় না।

গান ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) নামে একটি সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রে যত মানুষ আছে তার চেয়ে আগ্নেয়াস্ত্র বেশি আছে। উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটে। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৫৭। এর মধ্যে আত্মহত্যা ছিল ২৪ হাজার ৯০টি।

রোববার বাল্টিমোরে বন্দুক হামলাসহ চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৩৩৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় চার বা এর অধিক মৃত্যু হলে, সে হামলাকে বলা হয় ‘মাস শুটিং’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.