যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী

0
123
আইনমন্ত্রী আনিসুল হক

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘নির্বাচনের সময় যে সংস্থাগুলো কাজ করবে সেগুলো নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই দেশে শান্তিপূর্ণ অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, ‘যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মানুষ দুর্বল নয়, সবাই মিলে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।’

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা কসবায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কসবা আওয়ামী লীগ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কসবা উপজেলা পরিষদ পৌর সুপারমার্কেট প্রাঙ্গণে সভায় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। এ জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনের খসড়া তৈরি করেছে। আপনাদের সহযোগিতা পেলে আইনটি পাস করা হবে।’ তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার জন্য নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করবো না, বাঙালি ও নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্যই এই কমিশন গঠন করা হবে এবং চিহ্নিতদের বিচারের মুখোমুখি করা হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধু নয়, তার পরিবারের ১৭ জনকে নিমর্মভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। ষড়যন্ত্রকারী ও খুনিরা জানতো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলে বাংলাদেশকে হত্যা করা যাবে। যারা বাংলাদেশকে চায়নি, একাত্তরের সেই পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দুজন খুনির একজন যক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায় অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের যিনি আছেন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে জোর আলোচনা চলছে। তবে কানাডার আইনে আছে সে দেশে অবস্থানকারী কারো অন্য দেশে মৃত্যুদণ্ড হলে তাকে ফেরত দেয় না। যতক্ষণ পর্যন্ত বাকি খুনিদের দেশে ফেরত এনে বিচারের রায় পরিপূর্ণভাবে কার্যকর না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁদেরকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাবো।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। কারণ তারা মিথ্যা বলে। সত্যের কাছ দিয়ে হাঁটে না। বিএনপি এত মিথ্যাবাদী তারা নিজেরা খুন করে অন্যের ওপর দায় চাপায়। তাই ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে রক্ষার দায়িত্ব আপনাদের। এজন্য সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানের আগে সকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মৃতিতে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তাতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিএনপি রাজনীতি  দূতাবাস কেন্দ্রিক। কেউ দূতাবাসের ঘাড়ে চড়ে আপনাদের শাসন করুক তা আপনারা চান না। এরা ক্ষমতায় আসলে দেশকে বিরান ভূমিতে পরিণত করবে।

সভায় কসবা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে আখাউড়ায় অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.