মালয়েশিয়ায় বাংলাদেশি গৃহকর্মী ও নিরাপত্তারক্ষী নিয়োগে আলোচনা

0
93
মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজারে দ্রুতসময়ে বাংলাদেশি গৃহকর্মী ও নিরাপত্তারক্ষী নিয়োগে আলোচনা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু, নিরাপদ ও স্বল্প সময়ে বাংলাদেশি কর্মী নিয়ে আলোচনা করেছেন দুই দেশের মন্ত্রী। এর আগে ইমরান আহমদ বৈঠক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের সঙ্গে। তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন, কর্মীদের সামগ্রিক সুরক্ষা, রিক্যালিব্রেশন এবং শ্রমবাজার সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সঙ্গে অবদান রাখছে। কর্মীদের দক্ষতার বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, শ্রমমন্ত্রী নাজমুস সাদাত সেলিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রাজলিন জুসোহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.