মাধুরীর সঙ্গে আড্ডায় অ্যাপল সিইও

0
133
মুম্বাইয়ে অ্যাপল স্টোর উদ্বোধনের ফাঁকে মাধুরী দীক্ষিতের সঙ্গেও আড্ডায় বসেছিলেন টিম কুক।

ভারত সফর করছেন অ্যাপল প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতীয় বলিউড তারকাদের সঙ্গেও দেখা করেছেন তিনি। মুম্বাই ও দিল্লিতে অ্যাপল স্টোর উদ্বোধনের ফাঁকে মাধুরী দীক্ষিতের সঙ্গেও আড্ডায় বসেছিলেন টিম কুক।

আড্ডায় টিম কুককে মুম্বাই শহরের বিখ্যাত স্ট্রিট ফুড ‘বাড়া পাও’ খাওয়ালেন মাধুরী দীক্ষিত। মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে এটি অন্যতম। আর দামেও বেশ সস্তা। মুম্বাইয়ে সোয়াতি স্ন্যাকসে টিমের সঙ্গে তোলা ছবিটি টুইটারে পোস্ট করেছেন মাধুরী। আর টুইট বার্তায় লিখেছেন, মুম্বাইয়ে কাউকে স্বাগত জানানোর জন্য বড়া পাও হচ্ছে সবচেয়ে উত্তম।

টিম কুক ‘বাড়া পাও’ খাওয়ানোর জন্য মাধুরী দীক্ষিতকে ধন্যবাদ জানিয়ে লিখেন, প্রথমবার বিশেষ খাবারটি খেলাম, বেশ সুস্বাদু।

টিম কুকের ভারত সফরে মাধুরী দীক্ষিত ছাড়াও শিল্পা শেঠি, এ আর রহমান, নেহা ধুপিয়া, রাবিনা ট্যান্ডনের মতো তারকাদের সঙ্গে দেখা করেছেন। বলিউড তারকাদের বাইরে মুকেশ আম্বানির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অ্যাপল সিইও টিম কুক।

সত্তর ও আশির দশকে স্ট্রিট ফুড হিসেবে মুম্বাইয়ে তুমুল জনপ্রিয়তা পায় বাড়া পাও। মূলত পাউরুটি দিয়ে সেদ্ধ আলুকে ভেজে কাঁচা মরিচ ও চাটনির মিশ্রণে তৈরি হয় বাড়া পাও। দামে সহজলভ্য হওয়ায় শ্রমিক শ্রেণির মানুষের কাছে খাবারটির বাড়তি কদর আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.