বিসিএস ভাইভা অভিজ্ঞতা-১৩, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবেন

0
157
নওশীন রাহা হক। ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রতিদিন ১৮০ জনের ভাইভা নিচ্ছে পিএসসি। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য আগে যাঁরা মৌখিক পরীক্ষা দিয়ে সফল হয়েছেন, তাঁদের অভিজ্ঞতা প্রথম আলোয় প্রকাশ করা হচ্ছে। নিয়মিত আয়োজনে আজ ১৩তম পর্বে মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা জানিয়েছেন ৪১তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নওশীন রাহা হক।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে ৪১তম বিসিএসে অংশ নেন নওশীন রাহা হক। এটাই তাঁর প্রথম বিসিএস ছিল। প্রথম বিসিএসেই সফলতা পেয়েছেন এবং পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় স্থান অর্জন করেছেন।

৪১তম বিসিএসে নওশীন রাহা হকের প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় প্রশাসন ক্যাডার ও তৃতীয় কাস্টমস ক্যাডার। যেহেতু প্রথম বিসিএস ছিল পররাষ্ট্র ক্যাডার, তাই ভাইভা বোর্ডে বেশির ভাগ প্রশ্ন ইংরেজিতে করা হয়। তিনি বলেন, ‘আমার ২৫ মিনিটের মতো ভাইভা হয়। ভাইভা বোর্ডে প্রবেশের আগে কিছুটা বিচলিত হলেও মানসিকভাবে শক্ত ছিলাম।’

নওশীন রাহা হক।
নওশীন রাহা হক। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সনদের মৌলিকতা নিয়ে জানতে চাওয়া হয় নওশীন রাহা হকের কাছে। উত্তরে তিনি বলেন, জাতিসংঘ সনদের বিশেষত্ব হলো এ সনদে সব মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এরপর তাঁকে সম্পূরক প্রশ্ন করা হয়, ‘আপনি কি মনে করেন বর্তমানে জাতিসংঘ এ অঙ্গীকার পালন করতে পারছে?’ তিনি উত্তর দেন, বর্তমানে জাতিসংঘ এ অঙ্গীকার পালনে অনেকটাই ব্যর্থ। কেননা, ক্ষমতাধর রাষ্ট্রগুলো এ ক্ষেত্রে হস্তক্ষেপ করে।

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১৯৭২ সালে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তিনি উত্তর দেন, ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

এরপর নওশীন রাহা হকের জানতে চাওয়া হয়, একটি রাষ্ট্র কীভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তিনি উত্তরে বলেন, সাধারণ পরিষদে সদস্যরাষ্ট্রগুলোর ভোট গ্রহণ হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এবং নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর সদস্য হিসেবে গৃহীত হয়।

নওশীন রাহা হক যেহেতু খুলনায় স্নাতক করেছেন, তাই তাঁকে জিজ্ঞেস করা হয় খুলনায় গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? তিনি বলেন, খুলনা শহরের সাউথ সেন্ট্রাল সড়কে গণহত্যা জাদুঘর অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় কোথায় সবচেয়ে বৃহৎ গণহত্যা সংঘটিত হয়? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে সবচেয়ে বৃহৎ গণহত্যা সংঘটিত হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন নওশীন রাহা হক। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয়ের জ্ঞান কীভাবে প্রশাসন ক্যাডারের ক্ষেত্রে কাজে লাগাবেন। উত্তরে তিনি বলেন, ‘আমার গবেষণার বিষয় ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। একজন প্রশাসকের অন্যতম কাজ তাঁর দায়িত্বে থাকা অঞ্চলের পরিবেশের সুরক্ষা প্রদান করা। সে ক্ষেত্রে আমি আমার প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগাতে পারব।’

ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে করবেন? এ প্রশ্ন করা হলে নওশীন রাহা হক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই পারিবারিক পরিসর থেকে শুরু করা উচিত। বাড়িতে জৈব ও অজৈব বর্জ্য আলাদা পাত্রে রাখা উচিত। যেন সহজেই জৈব বর্জ্য থেকে আলাদা করে সার তৈরি করা যায় এবং অজৈব বর্জ্যগুলো রিসাইকেল করা যায়।

আব্দুর রাজ্জাক সরকার

ঢাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.