বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ পাচ্ছেন ৭ জন

0
107
বাংলা একাডেমি

২০২৩ সালের সাম্মানিক ফেলোশিপ দেওয়া হচ্ছে সাতজনকে। বাংলা একাডেমি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতজনের নাম ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধে আক্কু চৌধুরী, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, সাংবাদিকতায় মোজাম্মেল হোসেন মঞ্জু, সংস্কৃতিতে ফাল্গুনী হামিদ, চিকিৎসাবিজ্ঞানে ডা. হালিদা হানুম আখতার, ফোকলোরে মো. আলম দেওয়ান এবং আদিবাসী গবেষণায় এ কে শেরাম পাচ্ছেন এই ফেলোশিপ।

বিভিন্ন সময়ে বাংলাদেশি ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের বাংলা একাডেমি ফেলোশিপ দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর সম্মানসূচক এই ফেলোশিপ দেওয়া হয়। ১৯৬০ সাল থেকে একাডেমি এই সম্মাননা দিয়ে আসছে। সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

২৫ নভেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.