বহুল আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় পড়া শুরু

0
46
সগিরা মোর্শেদ সালাম

পয়ত্রিশ বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় পারিবারিক দ্বন্দে গুলিতে গৃহবধু সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে।

বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় পড়া শুরু করেন।

আলোচিত এ মামলার আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মন্ডল। এর আগে মামলায় ৫৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নুন স্কুলের সামনে পারিবারিক দ্বন্দে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী। গ্রেপ্তার চারজন হত্যার দায় স্বীকার করে আালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে উঠে আসে সগিরা মোর্শেদকে গুলি করে কীভাবে হত্যা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.