ফুলেল শুভেচ্ছায় সিক্ত তালুকদার আবদুল খালেক

0
110
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের পর থেকে তালুকদার আবদুল খালেক ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। আজ সকালে খুলনা নগরের গগন বাবু সড়কের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে

রাতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তালুকদার আবদুল খালেক। আজ মঙ্গলবার সকাল থেকেই খুলনা নগরের ২২ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে লোকজনের সমাগম শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বসেন। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে তিনি চলে যান দলীয় কার্যালয়ে। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওই কার্যালয়ে থাকেন বেলা সোয়া ১টা পর্যন্ত। সেখানেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিরুত্তাপ ভোটে জয়ী খালেক

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার শাখার আহ্বায়ক মফিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেকের জয়ের পর থেকেই সারা খুলনা শহরে মিষ্টি বিতরণ হচ্ছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বিকেলের দিকেও তিনি দলীয় কার্যালয়ে যাবেন।

স্মার্ট কারচুপির অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের ফল বর্জন

এবার নিয়ে পরপর দুইবারসহ তিনবার খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন তালুকদার আবদুল খালেক। এবার খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল আউয়াল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

খুলনা সিটি নির্বাচনে সারা দিন যা হলো

এ ছাড়া জাতীয় পার্টির শফিকুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.