প্রিন্স উইলিয়ামের সামনে জ্ঞান হারালেন তিন সেনাসদস্য

0
127
অসুস্থ এক সেনাসদস্যকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে

যুক্তরাজ্যে ‘ট্রুপিং দ্য কালার’ নামের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল শনিবার সেনাসদস্যদের চূড়ান্ত পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে প্রচণ্ড গরমের মধ্যে ওই মহড়া চলার সময় অন্ততপক্ষে তিনজন সেনাসদস্য জ্ঞান হারিয়েছেন।

ব্রিটিশ সেনাবাহিনীর হাউসহোল্ড ডিভিশন এবং কিং’স ট্রুপ রয়েল হর্স আর্টিলারির ১ হাজার ৪০০-এর বেশি সেনাসদস্য গতকাল কুচকাওয়াজের মহড়ায় অংশ নেন। ওয়েলশ গার্ডের অনারারি কর্নেল হওয়ার সুবাদে উইলিয়াম ওই কুচকাওয়াজ পর্যবেক্ষণ করছিলেন। শেষ দিনের এ মহড়াকে কর্নেলস রিভিউ নামে ডাকা হয়ে থাকে।

ওই কুচকাওয়াজে নিরাপত্তারক্ষীদের পরনে ছিল উলের তৈরি জামা এবং পায়জামা। তাঁদের মাথায় ছিল ভালুকের চামড়ায় তৈরি হ্যাট।

লন্ডনে এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে গরম আবহাওয়া চলছে। এর মধ্যেই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম নিজেও পুরোপুরি সামরিক পোশাকে ছিলেন।

জ্ঞান হারানো সেনাসদস্যদের একজন সেনাবাহিনীর বাদক দলের সদস্য। মাটিতে পড়ে যাওয়ার পরও তিনি তাঁর বাদ্যযন্ত্র বাজিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে চিকিৎসাকর্মীরা তাঁর কাছে ছুটে যান।

পরে এক টুইটার পোস্টে উইলিয়াম লিখেছেন, ‘আজ সকালে কর্নেল রিভিউতে অংশ নেওয়া প্রত্যেক সেনাসদস্যের প্রতি অনেক কৃতজ্ঞতা। কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা ভালোভাবে কাজ করেছেন। আপনাদের ধন্যবাদ।’

উইলিয়াম বলেন, সংশ্লিষ্ট সবার কঠোর পরিশ্রম ও প্রস্তুতির মধ্য দিয়ে এ ধরনের আয়োজন সম্ভব হয়েছে; বিশেষ করে আজকের মতো পরিস্থিতিতে।

বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে গরম আবহাওয়াজনিত সতর্কসংকেত জারি করেছে।

গত গ্রীষ্মে লন্ডন ১০৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা (৪০ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করেছে, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ।

প্রতিবছর জুনে ট্রুপিং দ্য কালার কুচকাওয়াজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজা-রানির জন্মদিন উদ্‌যাপন করা হয়। ১৭ জুন এ অনুষ্ঠান হবে। রাজা তৃতীয় চার্লস এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.