পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না হাসান আলীর

0
90
পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী

শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম…পাকিস্তান দলের বর্তমান পেস বোলিং আক্রমণটা দুর্দান্তই বলতে হবে। এ আক্রমণের নেতৃত্বে আছেন আফ্রিদি। তাঁর নেতৃত্বে ভালো করছেন রউফ-নাসিমরা। বিশ্বকাপের আগে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছেন তাঁরা সবাই।

গোছানো এই পেস বোলিং আক্রমণে বিশ্বকাপের আগে নিজের জায়গা আর দেখতে পাচ্ছেন না পাকিস্তানের আরেক ফাস্ট বোলার হাসান আলী। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কারণেই অনেকটা হতাশা নিয়ে তিনি বলেছেন, বিশ্বকাপে হয়তো খেলা হবে না তাঁর।

হাসান আলী পাকিস্তান দলে নিজের জায়গা আর দেখছেন না
হাসান আলী পাকিস্তান দলে নিজের জায়গা আর দেখছেন না

২৮ বছর বয়সী হাসান আলী বিশ্বকাপে নিজের জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘পিসিবির পরিকল্পনায় আমি আছি বলে এ মুহূর্তে মনে হচ্ছে না। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে না বিশ্বকাপ দলে আমি থাকব।’

কেন এমনটা মনে হচ্ছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে হাসান আলী প্রথমে বলেছেন, ‘টুর্নামেন্টটি খুব দ্রুত এগিয়ে আসছে। এই মেগা ইভেন্টের জন্য এরই মধ্যে হয়তো দল চূড়ান্ত হয়ে গেছে। আমাদের হাতে (বিশ্বকাপের আগে) খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। এশিয়া কাপের তো এখনো ভেন্যুই অনিশ্চিত। সময় খুব দ্রুত চলে যাচ্ছে।’

সর্বশেষ বিপিএলে পাকিস্তানের হাসান আলী ও নাসিম শাহ খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে
সর্বশেষ বিপিএলে পাকিস্তানের হাসান আলী ও নাসিম শাহ খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসেফাইল

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬০টি ওয়ানডে খেলে ৩০.৩৬ গড়ে ৯১ উইকেট নিয়েছেন হাসান আলী। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচের ক্যারিয়ারে ২৩.৫৬ গড়ে নিয়েছেন ৬০ উইকেট। আর টেস্টে ২২ ম্যাচ খেলে ২৫.৫৭ গড়ে তাঁর উইকেট ৭৮টি।

শুধু বিশ্বকাপই নয়, লাল বলের ক্রিকেটেও নিজের ভবিষ্যৎ নিয়ে একটু যেন দ্বিধায় আছেন হাসান আলী, ‘পাকিস্তানের হয়ে বর্তমানে যে বোলাররা খেলছে, তারা অসাধারণ পারফর্ম করছে। দলে জায়গা পাওয়া তাদের প্রাপ্য। জাতীয় দলে আমি নিজের জায়গা পাওয়ার বিষয়ে অনিশ্চিত। লাল বলের ক্রিকেটেও দলে জায়গা পাব কি না, আমি সে ব্যাপারে নিশ্চিত নই।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.