পটলের স্বাদ বদলে যায় শর্ষের দানা পড়লেই

0
147
শর্ষে পটল

শর্ষে পটল

উপকরণ: পটল ৮টি (বড় আকারের), সাদা শর্ষে দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ ২–৩টি (স্বাদমতো), হলুদগুঁড়া আধা চা-চামচ, পানি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচের ৩ ভাগের ১ ভাগ, শর্ষের তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ।

প্রণালি: আস্ত পটল অল্প খোসা রেখে (স্ট্রাইপ বা ডোরাকাটা নকশার মতো করে) ছিলে নিতে হবে। ওপর ও নিচ দিকে অল্প চিরে নিতে হবে যাতে ভেতরে লবণ, মসলা ঢোকে। আধা চা-চামচ হলুদ থেকেই দুই চিমটি হলুদ, অল্প লবণ মেখে আধা ঘণ্টা রেখে দিন। অন্য দিকে শর্ষে, কাঁচা মরিচ ও লবণ একসঙ্গে মিহি করে বেটে নিন। এবার কড়াই বা প্যানে তেল দিয়ে অল্প আঁচে পটলগুলো ভেজে তুলে নিতে হবে। পটল ভাজা তেলের মধ্যেই বাটা মসলা, বাকি হলুদগুঁড়া আর আধা কাপ পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা পটল আর চিনি দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.