নেইমার গ্যালারিতে বসে খেলা দেখলেন, মাঠে নেমে ট্রফি নিলেন

0
76
সৌদি সুপার কাপের ট্রফি হাতে উল্লাস আল হিলাল খেলোয়াড়দের, এক্স/আল হিলাল

আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল। ইত্তিহাদের হয়ে করিম বেনজেমা খেললেও আল হিলালের নেইমার ছিলেন গ্যালারিতে। এখনো সুস্থ না হওয়া নেইমার মাঠে উপস্থিত থেকে সতীর্থদের খেলা দেখেছেন, ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।

ম্যাচে আল হিলালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অন্য দুটি গোল সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি আবদেররাজ্জাক হামাদাল্লাহর। মরক্কোর এই ফরোয়ার্ড একটি পেনাল্টি মিসও করেন।

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জিতে শীর্ষ প্রতিযোগিতার দলগুলোর মধ্যে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে আল হিলাল। রিয়াদের ক্লাবটি টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।

নেইমারের উদ্‌যাপনে যখন সালেম আল দাওসারিও সঙ্গী!
নেইমারের উদ্‌যাপনে যখন সালেম আল দাওসারিও সঙ্গী!এক্স/আল হিলাল

সৌদি সুপার কাপ জেতার মাধ্যমে মৌসুমে অন্তত চারটি ট্রফি জয়ের সম্ভাবনায় দাঁড়িয়ে আল হিলাল। সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে আছে দলটি। আছে কিংস কাপ এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও।

চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখানো নেইমার দলের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলতে পেরেছেন। চোটের কারণে চলতি মৌসুমে তাঁর আর মাঠে নামা হবে না।

তবে সৌদি সুপার কাপের সৌজন্যে এরই মধ্যে আল হিলালে একটি ট্রফি জেতা হয়ে গেছে ব্রাজিলিয়ান তারকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.