তিন মিনিটে স্তব্ধ মিলান, ফাইনালের টিকিট বুকিং ইন্টারের

0
81
ইন্টার স্ট্রাইকার জেরোর গোল উদযাপন।

এসি মিলানের সান সিরো থেকে ইন্টার মিলানের সান সিরো স্টেডিয়ামের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। মাঠ-ঘাট, আলো-বাতাস সবই একে অপরের চেনা। একই শহরের দল হওয়ায় হোম-অ্যাওয়ে সুবিধা কম। প্রতিপক্ষ দর্শকও এমন ম্যাচে ছেড়ে কথা বলে না।

চ্যাম্পিয়ন্স লিগের মিলান ডার্বি সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ খেললেও ইন্টার মিলান কোণঠাসা ছিল না। বরং ভক্তদের গর্জনে ছিল উজ্জীবিত। যা কাজে লাগিয়ে ইনজাগির ইন্টার মিলান ২-০ গোলে এসি মিলানের মাঠ ছেড়ে জয় তুলে নিয়েছে।

তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ইস্তাম্বুলে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট বুকিং দিয়ে ফেলেছে। এখন ঘরের মাঠ সান সিরোতে রক্ষণ সামলে লিড ধরে রাখতে পারলেই এক যুগ পর ইউরোপ সেরার ফাইনাল খেলবে ইতালির জায়ান্টরা।

ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করে ইন্টার মিলান। বসনিয়ান স্ট্রাইকার এডেন জেকো দুর্দান্ত দক্ষতায় বল জালে পাঠিয়ে দেন। বাঁ-প্রান্ত থেকে তাকে এরিয়াল ক্রস বাড়ানো হয়, মিলানের ডিফেন্ডার তাকে চেপে ধরলেও পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি।

তিন মিনিট পরে ব্যবধান ২-০ করেন আমেরিকান ফুটবলার হেনরিক মেখিতেরিয়ান। তিনি গতির সঙ্গে বল মিলানের বক্সের মুখে টেনে নিয়ে জোরের ওপর শট নিয়ে মিলানের দর্শকদের উচ্ছ্বাস বন্ধ করে দেন। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি মিলান।

আগামী ১৭ মে রাতে ইন্টার মিলানের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে আসবে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। কামব্যাকের আশা নিয়েই অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে হবে অলিভার জিরুদ, রাফায়েল লিওদের। বিশ্বাস রাখতে হবে ‌‌’ইন্টার পারলে আমরা কেন নয়’ এই মন্ত্রে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.