ঢাকায় বিএনপির পদযাত্রা শুরু

0
96
পদযাত্রায় বিএনপির নেতা–কর্মীরা। ১৯ জুলাই, উত্তরা, ঢাকা

রাজধানীর উত্তরার আবদুুল্লাহপুর থেকে আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির নেতা–কর্মীরা পদযাত্রা শুরু করেন।

পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুর এলাকায় সমাবেশে দলটির নেতারা বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার এই সরকারকে আর চায় না। এই সরকারকে পদত্যাগ করতে হবে।

সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের থানা, ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন আবদুল্লাহপুর এলাকায়।

Prothom alo image
দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। ১৯ জুলাই, উত্তরা, ঢাকা হোসেন

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলো আজ ঢাকার বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি পালন করছে।

বিএনপির আজকের পদযাত্রা আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীতে (চৌরাস্তা) শেষ হবে।

Prothom alo image
পদযাত্রা শুরুর আগে সমাবেশে বিএনপির নেতা–কর্মীরা

সমাবেশের জন্য আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের সামনের অংশে ট্রাকে মঞ্চ করা হয়। সমাবেশে মহানগর বিএনপির নেতা–কর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন৷

সমাবেশে নেতারা বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার এই সরকারকে আর চায় না। আওয়ামী লীগের অধীন আর কোনো নির্বাচন হবে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে হবে।

Prothom alo image
বিএনপির পদযাত্রার অগ্রভাগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা

সেখানে সমাবেশ করার পর তাঁরা পদযাত্রা শুরু করেন। এই কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা–কর্মীরা এ সময় সরকারবিরোধী নানা স্লোগান দেন।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

Prothom alo image
পদযাত্রা যোগ দিতে অপেক্ষা করছেন বিএনপির নেতা–কর্মীরা। কাওলা এলাকা, ঢাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.