‘টিপ টিপ বরসা পানি’ গানের শুটিং শেষে কেন টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন রাভিনা

0
93
‘টিপ টিপ বরসা পানি’ গানের দৃশ্য। ভিডিও থেকে নেওয়া

প্রায় তিন দশক হতে চলল। তবে এত দিন পরও ‘টিপ টিপ বরসা পানি’র জনপ্রিয়তা কমেনি। এই তো বছর দুই আগেই গানটির রিমেকও তৈরি হয়েছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহড়া’ সিনেমার এই আলোচিত গান নিয়ে ঘটনার শেষ নেই। ভারতের সাময়িকী ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে গানটি নিয়ে তেমনই একটি ঘটনার কথা ফাঁস করলেন রাভিনা ট্যান্ডন।

ফিল্মফেয়ারকে রাভিনা বলেন, তুমুল জনপ্রিয় এই গানের শুটিংয়ের পর টিটেনাস ইনজেকশন নিয়েছিলেন তিনি।

বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রাম থেকে
বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রাম থেকে

রাভিনা বলেন, ‘আমরা এমন একটি জায়গায় গানটির শুটিং করি, যেখানে তখন নির্মাণকাজ চলছিল। খালি পায়ে শুটিং করতে খুব অস্বস্তি হচ্ছিল। কিছুটা স্বস্তি দিতে সিনেমার সহকারীরা হাঁটুতে ব্যবহারের জন্য নি প্যাড সরবরাহ করেন। তারপরও ক্ষতি এড়ানো যায়নি। বাড়িতে ফেরার পর দেখি, হাঁটু কেটে গেছে। সঙ্গে সঙ্গেই টিটেনাস ইনজেকশন নিই।’

রাভিনা আরও বলেন, বৃষ্টির গানে শাড়িতে তাঁর আবেদনময়ী পারফরম্যান্স দেখে দর্শকেরা যতই আনন্দ পান, বাস্তবে শুটিং ততটা সহজ ছিল না। এর পেছনে আরও অনেক কষ্টের গল্প আছে।

‘টিপ টিপ বরসা পানি’কে বলিউডের সবচেয়ে আইকনিক গানগুলোর একটি মনে করা হয়। ‘মহড়া’ সিনেমায় অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ছাড়া ছিলেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল ও নাসির উদ্দিন শাহ।

অনেক দিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন রাভিনা। তবে গত বছর থেকে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সামানে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় আবারও তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে।

সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২০ ডিসেম্বর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.