জেনে নিন আনুশকার প্রিয় বইগুলোর নাম, সঙ্গে বিরাট কোহলিরও

0
86
বইপড়ুয়া হিসেবে বেশ পরিচিত আনুশকা শর্মা

বইপড়ুয়া হিসেবে বেশ পরিচিত আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ নিয়ে পোস্ট দেন। কখনো লেখেন তাঁর প্রিয় বইগুলোর কথা। কখনো জানান কোন বইটা পড়ছেন। জেনে নিন ‘রাব নে বানা দে জোড়ি’ তারকার প্রিয় বইগুলোর নাম।

ঝুম্পা লাহিড়ীর ‘আনঅ্যাকাস্টমড আর্থ’

ঘুরতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে বই নিয়ে যান আনুশকা। তাতে দুটি বই প্রায়ই থাকে। একটি ঝুম্পা লাহিড়ীর এই ছোটগল্পের সংকলন।

ঝুম্পা লাহিড়ীর ‘আনঅ্যাকাস্টমড আর্থ’
ঝুম্পা লাহিড়ীর ‘আনঅ্যাকাস্টমড আর্থ’ছবি: সংগৃহীত

আমিশ ত্রিপাঠীর ‘সীতা: ওয়ারিয়র অব মিথিলা’

ভারতীয় এই লেখকের জনপ্রিয় ‘রামচন্দ্র’ সিরিজের পঞ্চম বই। তা যে আনুশকার বেশ পছন্দের, সেটাও জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমেই।

কোলম্যান বার্কসের ‘দ্য সোল অব রুমি’

রুমির কবিতার অনুবাদের এই সংকলনের ছবি কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আনুশকা। সম্ভবত তখন বইটি পড়ছিলেন তিনি।

নাসিরুদ্দিন শাহর ‘অ্যান্ড দেন ওয়ান ডে’

মেধাবী এই অভিনেতা তাঁর ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেছেন এই বইতে। এটি নিয়েও পোস্ট করেছেন আনুশকা।

থিক নাথ হানের ‘পিস ইজ এভরি স্টেপ’
থিক নাথ হানের ‘পিস ইজ এভরি স্টেপ’ছবি: সংগৃহীত

থিক নাথ হানের ‘পিস ইজ এভরি স্টেপ’

বইটিতে ভিয়েতনামের এই বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুর ধ্যান নিয়ে তাঁর ভাবনা ও শান্তির সন্ধানবিষয়ক নানা গল্প ও কাহিনি একত্র করেছেন।

অপরাহ উইনফ্রের ‘হোয়াট আই নো ফর শিওর’

এটি স্বপ্ন, ভয়, উত্থান–পতন ইত্যাদি নিয়ে অপরাহর লেখা প্রবন্ধের সংকলন। এই বই নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন আনুশকা।

টিঙ্কল কমিকসের ‘সাপুন্ডি’

কেবল বই নয়, কমিকসও আছে আনুশকার পছন্দের তালিকায়। সেটা জানান দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এই কমিকের ছবি প্রকাশ করে।

সময় পেলেই বই পড়েন কোহলি
সময় পেলেই বই পড়েন কোহলিছবি: সংগৃহীত

বই পড়েন বিরাট কোহলিও

কেবল আনুশকাই নন, তাঁর স্বামীও কম যান না। তাঁর পছন্দের বইয়ের মধ্যে আছে আন্দ্রে আগাসির ‘ওপেন’, স্টিভেন সিলভেস্টারের ‘ডিটক্স ইয়োর ইগো’ ও পরমহংস যোগানন্দের ‘অটোবায়োগ্রাফি অব আ ইয়োগি’।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.