জিম্মি থেকে মুক্ত মা-মেয়ে কথা বললেন বাইডেনের সঙ্গে

0
89
জিম্মি দশা থেকে রেডক্রসের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি দশা থেকে মুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিক মা ও মেয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। শুক্রবার সন্ধ্যায় বাইডেন তাদের সঙ্গে কথা বলেন।  খবর-বিবিসি

জেরুজালেমে মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে শিকাগোর বাসিন্দা জুডিথ তাই রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি রানানকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়।

বাইডেন বলেন, আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে ফিরে দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

হামাস-ইসরায়েল সংঘাত শুরুর দিন দক্ষিণ ইসরায়েলের কিবুতজ নাহাল ওজ এলাকা থেকে তাদের বন্দি করেছিল হামাস।

এর আগে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিতে বাইডেন জানিয়েছিলেন, তিনি আনন্দিত যে তারা খুব দ্রুত তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের শেয়ার করা একটি ভিডিওতে রেড ক্রসের ইউনিফর্ম পরা কর্মীদের জিম্মি থেকে মুক্ত দুজনকে সাহায্য করতে দেখা গেছে।

নাতালি রানান জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন

এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবেন: নাতালি রানানের বাবা

মুক্তির পর নাতালি রানানের বাবা উরি রানান স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, সবচেয়ে খারাপ দুই সপ্তাহ পার করেছি। সংবাদ সংস্থা এপিকে বলেছেন, শুক্রবার নাটালির সঙ্গে কথা বলেছি। সে খুব ভালো আছে। আমিও এখন খুব ভালো বোধ করছি।

তিনি জানান, তার মেয়ে ফোনে ‘বেশি কিছু বলেনি’। জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে শিকাগোতে বাড়ি ফিরবেন।

জিম্মি দশা থেকে প্রথমে রেডক্রসের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হেফাজতে নেওয়া হয় তাদের। পরে ইসরায়েলে থাকা স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলে হামলার প্রথম দিন হামাসের হাতে আটক হয় ইসরায়েলসহ বিশ্বের আরও কিছু দেশের নাগরিক। তাদের মুক্তি দিতে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে কূঠনৈতিক আলোচনা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.