জাপোরিঝঝিয়ার পিয়াতিখাতকি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন, বললেন রুশপন্থী কর্মকর্তা

0
72
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে একটি সাঁজোয়া যানের ওপর ইউক্রেনীয় সেনারা,

ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নিয়েছে ইউক্রেন। জাপোরিঝঝিয়া অঞ্চলে নিযুক্ত রাশিয়ার এক কর্মকর্তা গতকাল রোববার এ কথা স্বীকার করেছেন।

চলতি মাসের শুরুতে অঞ্চলটিতে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা হামলা শুরু করার পর এটি কিয়েভের দ্বিতীয় অর্জন।

ভ্লাদিমির রোগোভ নামের রুশ ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার গোলা হামলার মধ্যে ইউক্রেনীয় বাহিনী পিয়াতিখাতকি গ্রামটি দখলমুক্ত করে সেখানে অবস্থান নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রোগোভ বলেন, ‘ঢেউয়ের মতো’ আক্রমণ চালিয়ে শত্রুপক্ষ ফল পেয়েছে। যদিও এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোগোভের ভাষ্যমতে, ওই এলাকায় এখনো ব্যাপক সংঘর্ষ চলছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের বক্তব্য জানা যায়নি। যুদ্ধক্ষেত্রের এখনকার পরিস্থিতি কেমন, তা রয়টার্সও আলাদাভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়া বলছে, তাদের অভিযানের কারণে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনের সফল হওয়ার কোনো সুযোগ নেই।

গত সপ্তাহে ইউক্রেন বলেছে, এক সপ্তাহ পেরোতেই তারা দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি গ্রাম দখলমুক্ত করেছে। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা।

১২ জুন ইউক্রেন বলেছিল, তারা জাপোরিঝঝিয়ার পিয়াতিখাতকি–সংলগ্ন লবকোভে গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.