গোলকিপারকে মেরে স্টেডিয়ামে নিষিদ্ধ ৪০ বছর

0
121
গোলকিপারকে মারতে এসে বিপাকে পড়েন সমর্থক।

ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মার্চ তাঁকে দুই মাস কারবাসের শাস্তি এবং আবারও এমন কিছু ঘটালে আরও এক মাসের সাজার নির্দেশ দেওয়া হয়। এরপর ২০৬৩ সাল পর্যন্ত তাঁকে স্টেডিয়ামে নিষিদ্ধ করে পিএসভি।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে যে ব্যক্তি মাঠে ঢুকেছিলেন, তাঁকে ৪০ বছর নিষিদ্ধ করা হলো। উয়েফার আরোপিত জরিমানাও হতে পারে। সেই ব্যক্তি এখন ইস্ট ব্র্যাবান্ট ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে স্থগিত এক মাসের কারাবাসসহ মোট তিন মাসের দণ্ডাদেশ খাটছেন। স্টেডিয়ামের আশপাশেও তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’

ফেনারবাখকে শেষ ষোলোয় হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেভিয়া। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের খেলা হবে এপ্রিলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.