গুজরাটে ৫৩.৬ শতাংশ ভোট বিজেপির

0
133
নরেন্দ্র মোদি

বিধানসভা নির্বাচনে গুজরাটে বিজেপি ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছে। আর কংগ্রেস পেয়েছে ২৬.৪৯ শতাংশ ভোট। নির্বাচন কমিশনের সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার গুজরাটে বিজেপির জয় একটি রেকর্ড বলে দাবি করেছে বিজেপি। ২০০২ সালের নির্বাচনের রেকর্ড এবার ভেঙে দিয়েছে তারা। সে বছর নরেন্দ্র মোদির নেতৃত্বে দলটি ১২৭টি আসনে জয় লাভ করেছিল।

উল্লেখ্য, এবার নির্বাচনে গুজরাটে মোট আসন ১৮২টি। গত ১ ডিসেম্বর কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গুজরাটে ভোটগ্রহণ হয় ৫ ডিসেম্বর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.