গাজায় স্থল হামলা হলে অসংখ্য প্রাণহানি হবে: পুতিন

0
108
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গাজায় স্থল হামলা শুরু হলে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি হবে, যা গ্রহণযোগ্য নয়।

গাজা শহর থেকে সব বেসামরিক লোকজনকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে ইসরায়েল। ইসরায়েল খুব শিগগির গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন পুতিন। খবর এএফপি’র।

পুতিন সতর্ক করেন, জনবসতিপূর্ণ অঞ্চলে ভারী অস্ত্র নিয়ে হামলা চালানোতে অনেক জটিলতা রয়েছে এবং এর পরিণাম ভয়াবহ হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এতে যত বেসামরিক মানুষের প্রাণহানি হবে, তা মেনে নেওয়া যায় না।

আজ শুক্রবার সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। শহরটিতে ১০ লাখেরও বেশি মানুষ বসবাস করেন। গাজা উপত্যকার কাছে ট্যাঙ্ক জড়ো করেছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, খুব শিগগির ইসরায়েলের স্থলবাহিনী অভিযান শুরু করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.