‘গাঁজার দাম না দেওয়ায় বন্ধুকে শ্বাসরোধে হত্যা’

0
101
গ্রেপ্তার আব্দুল কাদের ও মাহবুব হাসান রিমন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মনির হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাঁজা সেবনের পর বিক্রেতাকে টাকা পরিশোধ না করায় মনিরকে শ্বাসরোধে হত্যা করেন আব্দুল কাদের ও মাহবুব হাসান রিমন নামের তারই দুই বন্ধু। পরে মরদেহ করোতোয়া নদীতে ফেলে দেন তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বুধবার তাদের গ্রেপ্তার করে পিবিআই। পরে তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআইয়ের এসপি রেজাউল ইসলাম।

গ্রেপ্তার আব্দুল কাদের উপজেলার পোতাজিয়া গ্রামের ও মাহবুব হাসান রিমন রূপপুর গ্রামের বাসিন্দা।

পিবিআই জানায়, মনির, কাদের ও রিমন তিন বন্ধু। ২০২২ সালের ১০ নভেম্বর মনির খুন হন। মূলত গাঁজা সেবনের পর বিক্রেতাকে টাকা পরিশোধ না করায় মনিরকে শ্বাসরোধে হত্যা করেন কাদের ও রিমন। পরে মরদেহ করোতোয়া নদীতে ফেলে দেন তারা। মরদেহ উদ্ধারের পর শাহজাদপুর থানায় মামলা হয়। তবে হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়ে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় শাহজাদপুর থানা-পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারাজি দিলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.