আইফোন আসছে ৪টি মডেলে

0
120
আইফোন

দীর্ঘ অপেক্ষার ইতি টানছে অ্যাপল। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে উন্মোচিত হবে আইফোন সংস্করণের ১৫ সিরিজের মডেল। যদিও অ্যাপল এখনও ইভেন্টের জন্য আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ জানায়নি। তবে প্রথম দফার বাজারে আসবে আইফোন ১৫ মডেল। ধাপে ধাপে অন্য মডেলগুলোও বাজারে আত্মপ্রকাশ করবে।

চার্জিং ব্যবস্থায় ‘সি’ টাইপ পোর্ট থাকবে আইফোনের নতুন মডেলে তা প্রায় নিশ্চিত করেই বলা যায়। তা ছাড়া কয়েক বছরের বহুল প্রতীক্ষিত স্মার্টফোনে— মডেল সংস্করণ, ডিজাইন পরিবর্তন, দাম ও নতুন চার্জিং প্রযুক্তি সর্বাধিক আলোচিত।

আইফোন সংস্করণের ১৫ মডেল আসছে ১২ সেপ্টেম্বর অফিসিয়াল আত্মপ্রকাশ করবে। আনুষ্ঠানিক বিপণন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সারাবিশ্বের অ্যাপল আউটলেটগুলোতে নতুন আইফোন ২২ সেপ্টেম্বরের পর থেকেই পাওয়া যাবে বলে খবরে প্রকাশ।

আসছে সেপ্টেম্বরের অনুষ্ঠেয় বিশেষ ইভেন্টে চারটি নতুন আইফোন দেখা মিলবে। যার মধ্যে দুটি আইফোন ১৫ মডেল আর দুটি আইফোন ১৫ প্রো সিরিজের মডেল। নামকরণ যদি আগের মতোই অপরিবর্তিত থাকে  তাহলে অর্থ হল আইফোন-১৫, আইফোন-১৫ প্লাস, আইফোন-১৫ প্রো আর আইফোন-১৫ প্রো ম্যাক্স মডেল।

সব মডেলেই বেজেল অর্থাৎ পুরুত্ব হবে আগের সংস্করণের তুলনায় কম। স্টিভ জবস তার জীবদ্দশায় আইফোনকে খুবই আর পাতলা গড়নের করে তৈরি করার পরিকল্পনা করেছিলেন। সে চেষ্টাই এখনও অটল আছে অ্যাপল। কারণ অ্যাপল সিইও টিম কুক নিজেও স্টিভ জবসের সেরা ভক্ত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.