কে কত টুইট পড়তে পারবে নির্ধারণ করে দিল টুইটার

0
112
ইলন মাস্ক

ব্যবহারকারীরা এক দিনে কতটি টুইট পড়তে পারবেন, তার একটি অস্থায়ী সীমা নির্ধারণ করে দিয়েছে টুইটার। রোববার এই সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক ইলন মাস্ক এ ঘোষণা দেন।

এক টুইটে ইলন মাস্ক জানান, ভেরিফায়েড নয়-এমন অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৬০০টি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৩০০ পোস্ট। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক পোস্ট পড়ার সংখ্যা হবে ৬ হাজার।

তিনি জানান, ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত হাতিয়ে নেওয়া ‘চরম সীমায় পৌঁছেছে’। এটা মোকাবিলার জন্য ব্যবহারকারীদের পোস্ট পড়ার এমন সীমা অস্থায়ীভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বহু টানাপোড়েন শেষে গত বছর ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। মালিক হওয়ার পরই তিনি বিশাল সংখ্যার কর্মী ছাঁটাই করেন। এরপর ইলন মাস্ক টুইটারে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যবহারকারী হওয়ার সুযোগ বাতিল করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.