কর্ণাটকের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর শপথ আজ

0
109
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (মাঝে) সঙ্গে সিদ্দারামাইয়া (ডানে) ও ডি কে শিবকুমার (বামে)

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া আজ শনিবার শপথ নেবেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে স্থানীয় সময় আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এই শপথ অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নেবেন।

একই স্টেডিয়ামে ২০১৩ সালে প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া শপথ নিয়েছিলেন। এখন তিনি দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন।

শপথ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর থাকার কথা রয়েছে। এ ছাড়া দলটির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতারা শপথ অনুষ্ঠানে থাকবেন।

সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে শপথ অনুষ্ঠানটি বিরোধী দলগুলোর শক্তি প্রদর্শনের একটা মহড়া হয়ে উঠতে পারে।

চার দিনের অচলাবস্থা, জল্পনাকল্পনা শেষে গত বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শিবকুমারের নাম ঘোষণা করে কংগ্রেস।

কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয়েছে কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস ১৩৫ আসন পেয়েছেন। বিজেপি পেয়েছে ৬৬ আসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.