এক সপ্তাহ ধরে নিখোঁজ বিদ্যালয়ছাত্র নুর মুহাম্মদের খোঁজ মেলেনি এখনো

0
112
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুর মুহাম্মদের (১২) খোঁজ মেলেনি এখনো। ছেলেকে ফিরে পেতে বাবা ফজলুল হক আকুতি জানিয়েছেন

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুর মুহাম্মদের (১২) খোঁজ এখনো পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে বাবা ফজলুল হক আকুতি জানিয়েছেন।

৬ জুন থেকে নিখোঁজ নুর মুহাম্মদ। তার বাবা মো. ফজলুল হক সদরের আলহাজ আমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশের মনিপুরঘাট এলাকায় বসবাস করে আসছে। দুই ভাইয়ের মধ্যে নুর ছোট। তাকে হারিয়ে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনা কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

জানা গেছে, ৬ জুন বিকেল সোয়া পাঁচটার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার জন্য নুর তার সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। তখন তার পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার। বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। জানা যায়, ওই দিন সেখানে (প্রাইভেট পড়তে) যায়নি নূর মোহাম্মদ। তার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাকে না পেয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। তার কোনো খোঁজ পেলে তাৎক্ষণিক জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্কুলছাত্র নূর মোহাম্মদের খোঁজ পেতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.