একনেক প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৯ প্রকল্পের অনুমোদন

0
72
রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়- ফোকাস বাংলা

প্রকল্প বাস্তবায়ন শেষে তা অর্থনৈতিক অগ্রগতিতে কতটা অবদান রাখলো (ইকোনোমিক রিটার্ন) তা যাচাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সমাপ্ত প্রকল্পের সামাজিক প্রভাব মূল্যায়নেরও নির্দেশ দিয়েছেন তিনি।

জাতীয় অথনৈতিক পরিষদের নিবাহী কমিটির-একনেক বৈঠকে আজ মঙ্গলবার এ নির্দেশনা দেন তিনি। রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

একনেক বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা এবং বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সদস্য সরকারের সিনিয়র সচিব সত্যজিত কমকার। পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের অনপুস্থিতিতে ব্রিফিং করেন তিনি। সাধারণত পরিকল্পনামন্ত্রী একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। জানা গেছে ঠান্ডাজনিত অসুস্থতায় গত কয়েকদিন ধরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী।

আজকের একনেকে অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে চট্রগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের সংশোধনী প্রস্তাবটি বাদ দেওয়া হয়। টাকা এবং ডলার বিনিময় হারের গরমিলের কারণে প্রকল্পটির আরও কিছু কাজ শেষে পরে উপস্থাপনের পরামর্শ দিয়েছে একনেক। অনুমোদিত ১০ প্রকল্পের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৫৪ কোটি টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.