ইউক্রেনের কাছে সাড়ে ২৮ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

0
96
যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনে বিভিন্ন ধরনের সমরাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদেশগুলো

ইউক্রেনের কাছে ২৮ কোটি ৫০ লাখ ডলারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এ অনুমোদন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

দ্য ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম বা এনএএসএএমএস নামের এই প্রতিরক্ষাব্যস্থা ভূমি থেকে মাঝারি দূরত্বের বিমান হামলা প্রতিরোধে সক্ষম। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শক্তভাবে প্রতিহত করার লক্ষ্যে ইউক্রেনের চাওয়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধে জরুরিভিত্তিতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানো দরকার। এই প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পর দেশটি তাদের জনগণ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সমর্থ হবে।

এই সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত ‘ইউরোপের সহযোগী দেশগুলোর নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক স্থিতাবস্থা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কোনো কর্মকর্তা অথবা ঠিকাদার নিয়োগের দরকার হবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গতকাল ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনকে সহযোগিতা করছে। এরই মধ্যে এসব দেশ কোটি কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। তখন কিয়েভের আকাশ প্রতিরোধব্যবস্থা ছিল মূলত সোভিয়েত আমলের বিমাননির্ভর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.