আল-আকসায় ইসরায়েলি পুলিশের সহিংস অভিযান

0
105
আল-আকসা মসজিদে সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

পবিত্র রমজানের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনি মুসল্লির ওপর আক্রমণ চালানো হয়েছে। আটক করা হয়েছে অন্তত ৪০০ ফিলিস্তিনিকে।

বুধবার ভোরবেলা এই অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, অন্তত ৪০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় তারা ইসরায়েলি হেফাজতে আটক রয়েছে।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাসসহ ব্যবহার করেছে। এতে মুসল্লিদের দম নিতে সমস্যা হয়। লাঠিসোঁটা ও রাইফেল দিয়ে তাদেরকে পিটিয়েছে পুলিশ।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের চিকিৎসকদের আল-আকসায় পৌঁছাতে বাধা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.