আমরা রাশিয়ার ভূখণ্ডে হামলা করছি না: জেলেনস্কি

0
74
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কোনো পরিকল্পনা ইউক্রেনের নেই। জার্মানি সফরে গিয়ে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, ‘আমরা রাশিয়ার ভূখণ্ডে হামলা করছি না।’

তবে অবৈধভাবে রাশিয়া অধিকৃত ইউক্রেনের এলাকাগুলো দখলমুক্ত করার জন্য কিয়েভ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান জেলেনস্কি।

যত দিন প্রয়োজন হবে, তত দিন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছেন জার্মান চ্যান্সেলর। একই সঙ্গে তিনি কিয়েভকে ২ দশমিক ৭ বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছেন।

জার্মানি সফরে জেলেনস্কি

কিয়েভের জন্য বার্লিনের নতুন এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে আধুনিক জার্মান লেপার্ড ট্যাংক ও উড়োজাহাজ-বিধ্বংসী ব্যবস্থা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। শুরুতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিতে অনাগ্রহী ছিল জার্মানি। কিন্তু পরে বার্লিনের মনোভাবে পরিবর্তন আসে। জার্মানির সবশেষ অস্ত্র প্যাকেজকে কিয়েভের এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সহায়তা হিসেবে বর্ণনা করেছেন জেলেনস্কি।

রাশিয়া বারবার তার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে। সবশেষ চলতি মাসের শুরুতে মস্কো অভিযোগ করে, ক্রেমলিনে ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে মস্কোর অভিযোগগুলো অস্বীকার করে আসছে ইউক্রেন।

স্থানীয় সময় গত শনিবার রাত ১২টার দিকে জেলেনস্কি বার্লিনে হাজির হন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাঁর প্রথম জার্মানি সফর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.