আইপিএল: মোস্তাফিজ কেমন করেন, দেখতে চায় চেন্নাই

0
51
আগামী ২০ মার্চ চেন্নাই সুপার কিংসের ক্যাম্পে যোগ দেবেন মোস্তাফিজুর রহমান, আইসিসি

আইপিএলে নিয়মিত মুখ হলেও সর্বশেষ দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের একাদশে অনিয়মিত ছিলেন মোস্তাফিজুর রহমান। কারণ, ছন্দহীনতা।

মোস্তাফিজ এই মুহূর্তেও ছন্দে নেই। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে পেয়েছেন মাত্র ২ উইকেট, ইকোনমি রেট ১০.৯১। ওয়ানডে সিরিজে প্রথম ২ ম্যাচে একাদশেই জায়গা হয়নি।

তবু ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজকেই আইপিএলের শুরু থেকে খেলাতে চায় তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি জানিয়েছেন চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ২ কোটি রুপিতে (২ কোটি ৬৩ লাখ টাকা) কিনেছে চেন্নাই। আগামী ২২ মার্চ শুরু হতে চলা আইপিএলের ১৭তম আসরে তিনিই একমাত্র বাংলাদেশি খেলোয়াড়।

মোস্তাফিজকে আইপিএলের শুরু থেকেই খেলাতে পারে চেন্নাই
মোস্তাফিজকে আইপিএলের শুরু থেকেই খেলাতে পারে চেন্নাই, বিসিবি

উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। গত বছর শিরোপা জেতাতে দারুণ অবদান রাখা (১২ ম্যাচে ১৯ উইকেট) মাতিশা পাতিরানাকে ঘিরে এবারও বড় কিছুর প্রত্যাশা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু পাতিরানা চলমান বাংলাদেশ সফরেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। শ্রীলঙ্কার এই তরুণ পেসারের জায়গায় কপাল খুলতে পারে মোস্তাফিজের।

বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। দুই দলের টেস্ট সিরিজ শুরু হবে ২২ মার্চ, আইপিএল শুরুর দিন থেকেই। প্রায় দুই বছর হলো লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকা মোস্তাফিজ লঙ্কানদের বিপক্ষেও টেস্টে খেলবেন না। ওয়ানডে সিরিজ শেষেই তিনি যোগ দেবেন চেন্নাইয়ের ক্যাম্পে।

টিম ম্যানেজমেন্ট মনে করছে, মোস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং (স্লোয়ার ও কাটার) চেন্নাইয়ের পিচে বেশ কার্যকর হতে পারে। এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়াকে চেন্নাইয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘ফিজ (মোস্তাফিজ বহির্বিশ্বে এ নামে পরিচিত) ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে, তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’

৬ মার্চ সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোটে পড়ে বোলিং কোটা পূরণ না করেই মাঠ ছাড়েন পাতিরানা। ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিতি পাওয়া এই পেসারকে নিয়ে পরে দুঃসংবাদ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তারা জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন পাতিরানা। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে। আইপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ২১ বছর বয়সী পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না এসএলসি।

গত বছর চেন্নাইয়ে শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন মাতিশা পাতিরানা
গত বছর চেন্নাইয়ে শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন মাতিশা পাতিরানা, ফেসবুক

পাতিরানার ব্যাপারে চেন্নাইয়ের কর্মকর্তা বলেছেন, ‘ওকে কবে থেকে পাওয়া যাবে, তা নিশ্চিত হতে এসএলসির সঙ্গে আমাদের কথা বলতে হবে। সে আমাদের অন্যতম প্রধান বোলার। তবে এ ধরনের ঘটনা (চোটে পড়া) ঘটতেই পারে।’

এর আগে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো জানিয়েছিলেন, এবারের আসরে তাঁর দল ডেথ ওভারে সবচেয়ে ভালো করতে চায়। মোস্তাফিজের দীর্ঘ আইপিএল অভিজ্ঞতা ব্রাভোর প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে।

চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে মোস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।

২০১৬ আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন মোস্তাফিজ
২০১৬ আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন মোস্তাফিজ, বিসিসিআই

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয়েছিল মোস্তাফিজের। সেবার সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। দুর্বোধ্য স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশাহারা করে তুলেছিলেন। ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.