১৮৫টিতে সুযোগ, অবশেষে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মালিক

0
106
ডেনিস মালিক বার্নস

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের শিক্ষার্থী ডেনিস মালিক বার্নস দেশটির ১৮৫টি বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে বৃত্তিও পেয়েছেন ১০ মিলিয়নের বেশি অর্থাৎ এক কোটি ডলারেরও বেশি।

সংবাদমাধ্যম সিএনএন ডেনিস মালিক বার্নসের সাক্ষাৎকার নিয়েছে, সেখানে তিনি জানিয়েছেন, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সফটওয়্যার নির্মাতা হতে চান। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, কম্পিউটার সায়েন্স ও ক্রিমিনাল জাস্টিসে দ্বৈত ডিগ্রি নিতে চান।

ডেনিস মালিক বার্নসের জিপিএ ৪ দশমিক ৯৮ আর তিনি দুবছর আগাম স্নাতকে ভর্তি হচ্ছেন।

কর্নেল বিশ্ববিদ্যালয়ে ফল সেশনে ভর্তি হবেন ডেনিস মালিক বার্নস। গত বছরের আগস্টে আবেদন শুরু করেছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.